বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পরকীয়ায় নারীদের ঝোঁক বেশি: সমীক্ষা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১০:২৯

পরকীয়ার নিষিদ্ধ হাতছানির ডাকে যুগে যুগে সাড়া দিয়েছেন বহু পুরুষ এবং মহিলা। নিষিদ্ধ এই কার্যকলাপে অধিকাংশ ক্ষেত্রে অভিযোগের আঙুল ওঠে পুরুষের দিকে। কিন্তু নতুন এক সমীক্ষা বলছে, পরকীয়াতে বেশি আগ্রহী নারীরা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি এই সমীক্ষাটি চালিয়েছে ‘গ্লিডেন’ নামক একটি বিবাহ-বহির্ভূত ডেটিং অ্যাপ। অ্যাপটি মূলত তৈরি হয়েছে নারীদের উদ্দেশ্যে। এর বর্তমান গ্রাহক সংখ্যা ১৩ লাখ।

৩০ থেকে ৬০ বছর বয়সি শহুরে, শিক্ষিত, আধুনিক ও কর্মরত নারীদের উপর এই সমীক্ষা চালিয়ে দেখা গেছে, প্রায় ৪৮ শতাংশ নারী পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে আছেন। আশ্চর্যজনক ভাবে আরও একটি তথ্য উঠে এসেছে যে এই ৪৮ শতাংশ নারীদের প্রত্যেকেরই সন্তান আছে।

গ্লিডেন ছাড়াও আরও দু’-একটি সমীক্ষায় উঠে এসেছে, ৭২ শতাংশ নারী বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। দাম্পত্যে জীবনে যৌন অতৃপ্তি থেকেই এই পদক্ষেপ নিয়েছেন তারা।

ইত্তেফাক/টিআর