নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। এ সময় ক্লাস, পরীক্ষা ও অফিস চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে ২২ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত পূর্বনির্ধারিত শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। এ সময় ক্লাস, পরীক্ষা ও অফিস চলমান থাকবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিদারুল আলম বলেন, এবারের শীতকালীন ছুটি না দেওয়ার পক্ষেই বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকবৃন্দ একমত হয়েছেন। করোনার জন্য আমাদের শিক্ষার্থীরা অনেক পিছিয়ে পড়েছিলো। তাই শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে।