ছোট ভাইয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে ভাসুর সেলেমকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে চুনারুঘাট ও বাহুবল উপজেলার সীমান্তবর্তী মহাশয়ের বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ এই তথ্য নিশ্চিত করেছেন।
বাদীর বরাত দিয়ে জানান, প্রায় ৮ বছর আগে মোবাশ্বিরের সঙ্গে বাদীর বিয়ে হয়। তাদের সংসারে ৮ বছর ও ৪ বছর বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুক হিসেবে নগদ অর্থ, আসবাবপত্র শ্বশুরবাড়িতে দিতে বাধ্য হয়েছে তার পরিবার। সবশেষ গাড়ি কেনার জন্য ৫ লাখ টাকা দাবি করেন ভাসুর সেলিম ও পরিবারের লোকজন। টাকা দিতে না পারায় তাকে পিটিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
সবশেষ পারিবারকভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন বাদি। এরপর গত ৭ জুলাই তিনি স্বামী, ভাসুরসহ ৫ জনকে আসামি করে হবিগঞ্জের নারী ও শিশু ট্রাইব্যুনালে যৌতুক ও নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
চুনারুঘাট থানার ওসি বলেন, ‘কমলা বেগমের দায়ের করা মামলায় ভাসুর সেলিমকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।