মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

জাবিতে আইআইটি’র ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৭:০৪

নানা আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

রবিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, তথ্য-প্রযুক্তিতে উৎকর্ষতা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মননশীল হতে হবে। শিক্ষা, গবেষণা ও অফিস ব্যবস্থাপনায় তথ্য-প্রযুক্তির বহুমুখী চর্চা বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে পারে। এ লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, করোনাকালে অনলাইনে ক্লাস ও পরীক্ষা গ্রহণের নতুন অভিজ্ঞতা সীমিত পরিসরে হলেও চালু রাখতে হবে। এছাড়া উপাচার্য তার ভাষণে বর্তমান সরকারের ২০৪১ সাল নাগাদ উন্নত বাংলাদেশ গড়ার রূপকল্পে সমর্থন ও সহযোগিতা দানের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আইআইটি’র পরিচালক অধ্যাপক ড. এম শামীম কায়সারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার এবং স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।

পরে বিভিন্ন সফটওয়্যার কোম্পানির নির্বাহী পরিচালকদের সাথে আইআইটি’র শিক্ষা ও সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর দুপুর একটায় আইআইটি’র শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। সবশেষ বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

ইত্তেফাক/এমএএম