বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

শৈলকুপা পৌরভবনে হামলা, মোটরসাইকেলে আগুন

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৯:৪৭

ঝিনাইদহের শৈলকুপা পৌর ভবনের হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। তারা পৌর ভবনের সামনে রাখা একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। শনিবার বিকালে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকাল ৩টার দিকে প্রায় ১০০ লোক ঢাল, সড়কি, রামদা লাঠিসোটা নিয়ে পৌর ভাবনে হামলা করে। তারা পৌরভবনের জানালার কাঁচ ও চেয়ার ভাঙচুর করে। সেখানে থাকা একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। তারা একজনকে কুপিয়ে জখম করে।

শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম জানান,  এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

ইত্তেফাক/ইউবি