নগরীর জিইসি মোড়ে বিএমএ ভবনে লিফটে আটক পড়েছে ১০ ইন্টার্ন চিকিৎসক। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে। প্রায় পৌনে এক ঘণ্টা তারা আটকা ছিলেন।
শুক্রবার (৮ জানুয়ারি) রাত ৯টায় নগরীর জিইসি মোড়ে বিএমএ ভবনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস চন্দনপুরা ষ্টেশনের সিনিয়র ষ্টেশন অফিসার মো.শহিদুল ইসলাম জানান, লিফটের ধারণ ক্ষমতা রয়েছে ৬ জনের। ইউএসটিসি বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের ১০ জন ইন্টার্ন চিকিৎসক বিএমএ’ অফিসের যাওয়ার জন্য লিফটে উঠেন। তখন লিফটটি নিচে নেমে যায়। অনেক চেষ্টার পরও দরজা খোলা যায়নি। পরে ৯৯৯ নম্বরে ফোন করেন তারা। পরে ফায়ার সার্ভিসের একদল কর্মী গিয়ে লিফটের দরজা খুলে তাদের উদ্ধার করে।