শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গোঁফ না কাটায় পুলিশ সদস্যকে বরখাস্ত 

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ২২:০৯

চুল ও গোঁফ না কাঁটায় ভারতের মধ্য প্রদেশের এক পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।  

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, রাকেশ রানা নামে ওই কনস্টেবল দেশটি রাজ্য পুলিশের পরিবহণ শাখায় চালক পদে নিয়োজিত। তাকে তার গোঁফ কাঁটতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই নির্দেশনা মানেন নি। এরপরই তাকে প্রত্যাহার করা হয়। 

নির্দেশনায় বলা হয়েছে, রানার গোঁফ অন্যান্য কর্মচারীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে নির্দেশনায় রানার গোঁফ না কাঁটার বিষয়কে তার 'আত্মসম্মানের বিষয়' বলে অভিহিত করা হয়েছে।  

এদিকে রানা ঘোষণা দিয়েছে, আমি একজন রাজপুত, এবং গোঁফ আমার কাছে গর্বের। 

সহকারী মহাপরিদর্শক প্রশান্ত শর্মা যিনি আদেশ জারি করেছেন বার্তা সংস্থা পিটিআইকে বলেন, একজন সিনিয়র অফিসারের নির্দেশনা অমান্য করায় রানাকে বরখাস্ত করা হয়েছে।

শর্মা বলেন, যখন রানার উপস্থিতি পরীক্ষা করা হয়, তখন তাকে লম্বা চুল এবং ঘাড় পর্যন্ত গোঁফ রাখা অবস্থায় পাওয়া যায়। অদ্ভুদ দেখায় রানাকে চুল ও গোঁফ ছাঁটতে বলা হয়। কিন্তু তিনি নির্দেশনা মানে নি। 

এদিকে রানা বলছে, তার ইউনিফর্ম ঠিক ছিল এবং স্থগিতাদেশ সত্ত্বেও গোঁফের বিষয়ে তিনি আপস করবেন না। তথ্যসূত্র: এনডিটিভি।   

ইত্তেফাক/এসআর