আজ মহীয়সী মাজেদা বেগমের ৩৫তম মৃতু্যবার্ষিকী। তিনি ছিলেন ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের পরিচালকমণ্ডলীর সাবেক চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী।
আজ তার মৃত্যুবার্ষিকীতে সশ্রদ্ধচিত্তে স্মরণ করবে ইত্তেফাক পরিবারের প্রতিটি সদস্য। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রবিবার দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আজ মরহুমার আজিমপুর মাজার প্রাঙ্গণে সকাল ৮টা থেকে কোরআনখানি এবং সকাল সাড়ে ১০টায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া, মরহুমার কনিষ্ঠ পুত্র দৈনিক ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষ থেকে নিজ বাসভবনে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এদিকে, মাজেদা বেগমের বড় মেয়ে মরহুমা আখতারুন্নাহার বেবীর পরিবারবর্গের পক্ষ থেকে নিজ বাসভবনে বাদ মাগরিব কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।