সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিকদের মারধর করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগে ইমরান হোসেন নামের এক গ্যাং লিডারকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম। বৃহস্পতিবার গভীর রাতে জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমরান হোসেন আশুলিয়া থানাধীন পশ্চিম জামগড়া এলাকার মো. হাশেম আলীর ছেলে। সে এলাকায় কিশোর গ্যাং লিডার হিসেবে ব্যাপক পরিচিত।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত বুধবার রাত ৯টার দিকে শিমুলতলা এলাকার একটি পোশাক কারখানা ছুটি হলে শ্রমিকরা কারখানার গেট থেকে বের হয়। এসময় পূর্বে থেকে ওৎ পেতে থাকা কিশোর গ্যাং লিডার ইমরানের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ হামলায় গুরুতর আহত হন হারুন অর রশিদ (২১), আল আমিন (২০), আরজু (১৮), মিরাজ (২০) ও নয়ন (২২)। পরে তাদের ডাক-চিৎকারে অন্য সহকর্মীরা এগিয়ে এসে আহত অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা সকলে পোশাক কারখানার শ্রমিক। এদের মধ্যে মারধরের শিকার মিরাজের বাম হাতের হাড় ভেঙে গেছে। এসময় সন্ত্রাসীরা নগদ কয়েক হাজার টাকা ও দুটি মোবাইল সেট ছিনিয়ে নেয়। এ ঘটনায় হারুন অর রশিদ বাদি হয়ে ইমরানসহ ১০ জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক এসআই সামিউল ইসলাম বলেন, তদন্ত করে অভিযুক্ত কিশোর গ্যাং লিডার ইমরানকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।