শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

খালের পানি ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, নিহত ১

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৬:৩৬

সাতক্ষীরার শ্যামনগর ভূরুলিয়া ইউনিয়নের মধুসুদনপুর খালের পানি ভাগাভাগি নিয়ে শালিসি বৈঠক চলাকালে দু-পক্ষের সংঘর্ষে রহমত মল্লিক (৬০) নামে একজন নিহত হয়েছে। 

শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজপুর হাট খোলা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষে আরও ৭ জন আহত হয়। এদিকে থানা পুলিশ দুই জনকে আটক করেছে।
 
স্থানীয় পানা উল্লাহ মল্লিক জানান, ভূরুলিয়া ইউনিয়নে মদুসুদনপুর মৎস্যজীবী সমবায় সমিতির খালের পানি নিয়ে ইজারাদার ও স্থানীয়দের মধ্যে বিরোধ চলছিল। ভূরুলিয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান জাফরুল আলম বাবুর উপস্থিতিতে দুই পক্ষকে নিয়ে শুক্রবার সন্ধ্যায় সিরাজপুর হাট খোরায় শালিসির মাধ্যমে মীমাংসার এক পর্যায় উভয় পক্ষের মধ্যে হঠাৎ সংঘর্ষ বাধে এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে হরিনাগারি গ্রামের মৃত দেরাসতুল্ল্য মল্লিকের ছেলে রহমত মল্লিক (৬০) মারা যায়। এ ঘটনায় আহতরা হলেন, হরিনাগারি গ্রামের ফেরাজতুল্ল্য মল্লিকের ছেলে আকরাম, মিজানুর রহমানের ছেলে মিয়ারাজ, রফিকুলের ছেলে আল-আমিন, মদুসুদনপুর গ্রামের মৃত্যু নুর আলী গাজীর ছেলে আইয়ুব আলী, শফিকুল, জামাত আলী ও রেজাউল।

শ্যামনগর থানা পুলিশ এঘটনায় তাৎক্ষনিক ২ জনকে আটক করেছেন। আটককৃতরা হলো, হরিনাগারি গ্রামের এমান মল্লিকের ছেলে নজরুল মল্লিক ও কুলটিপুর গ্রামের লুৎফর গাজীর ছেলে আব্দুল হামিদ।
এঘটনায় নিহতের ভাই মিজানুর রহমান বাদি হয়ে ২৭ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছে।

শ্যামনগর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, হত্যা মামলায় দুই জনকে আটক করা হয়েছে। অন্যান্য আসামিদের আটকের চেষ্টা অব্যাহত আছে।

ইত্তেফাক/এমএএম