১০ বছর পর জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়ন পরিষদ ভবনের তালা খুলেছেন নবনির্বাচিত চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক । ফলে প্রাণ ফিরে পেয়েছে ইউপি ভবন।
জানা যায়,গত দুই মেয়াদে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মওলা ও তার ছেলে জাহিদুল ইসলাম জেহাদ। দুজনই বকশীগঞ্জ পৌর শহরে নিজ বাসায় কার্যক্রম চালিয়েছেন। ফলে ৩ কোটি টাকার ভবন অকার্যকর অবস্থায় পড়ে থাকে ১০ বছর। দীর্ঘদিন ভবনটি ব্যবহার না করায় ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। ভবনের বেশির ভাগ দরজা জানালা নেই। ভবন জুড়ে বাসা বেধেঁছে মৌ-মাছি। ময়লা আবর্জনা ভাগাড় ও গো-শালায় পরিনত হয় ইউপি ভবন।
৫ জানুয়ারি নির্বাচনে মেরুরচর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান সিদ্দিক। নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক সোমবার (২৪ জানুয়ারি) ইউপি মেম্বারদের সঙ্গে নিয়ে পরিষদে যান সিদ্দিকুর রহমান সিদ্দিক । এ সময় তার সঙ্গে ছিলেন মেরুরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবীর সবুজ, সাধারণ সম্পাদক ইলিয়াছ আলী, ব্যবসায়ী ইদ্রিস আলীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের মানুষ।
এ ব্যাপারে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক বলেন, ইউনিয়নের সকল কার্যক্রমই ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে চলবে। ইউনিয়ন পরিষদের বাইরে কোন অফিস থাকবে না। দ্রুত সময়ের মধ্যে ভবনটি সংস্কার করা হবে।