মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

এইচডি রূপে বাংলাদেশে ডয়েচে ভেলে

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৩
বৃহস্পতিবার ১ ডিসেম্বর থেকে ইংরেজি ভাষায় সম্পূর্ণ হাই ডেফিনিশন (এইচডি) মানের ডয়েচে ভেলে (ডিডব্লিউ) টিভি দেখতে পাচ্ছেন এশিয়ার দর্শকরা। দর্শকরা ডয়েচে ভেলে চ্যানেলে একই সাথে স্ট্যান্ডার্ড ডেফিনিশন (এসডি) এবং এইচডি উপভোগ করতে পারছেন।
 
সম্প্রতি রাজধানীর হোটেল ওয়েস্টিনে এশিয়ার দর্শকদের জন্য এইচডি ডয়েচে ভেলে টিভির উন্মোচন করেন ডয়েচে ভেলের দক্ষিণ এশিয়ার ডিস্ট্রিবিউশন এক্সিকিউটিভ তোবিয়াস গ্রোতে-বেভারবর্গ।
 
নতুন একটি ফ্রিকোয়েন্সি নিয়ে এই এইচডি চ্যানেলটি একই স্যাটেলাইট এশিয়া স্যাট ৭-এর মাধ্যমে সম্প্রচারিত এবং আনইনক্রিপ্টেড (বিনামূল্যে দেখা যাচ্ছে) হচ্ছে। ডয়েচে ভেলের অনুষ্ঠানসমূহের সময়সূচি আগের মতোই থাকছে। সাবেক এসডি চ্যানেলটি আগের মতোই সম্প্রচারিত হচ্ছে।
 
ডয়েচে ভেলে-এর এইচডি চ্যানেল উন্মোচন অনুষ্ঠানে বেভারবর্গ বলেন, ‘বাংলাদেশের দর্শকদের জন্য সেরা মানের টিভি অনুষ্ঠান সম্প্রচারের ধারাবাহিকতা বজায় রাখতে ডয়েচে ভেলে-এর এইচডি অপরিহার্য।’
 
 
বাংলাদেশে ডয়েচে ভেলের কার্যক্রম বাড়ানো এবং আরও বেশি পরিমাণ দর্শকের কাছে পৌঁছাতে চ্যানেলটির এইচডিতে সম্প্রসারিত হওয়া এর নতুন কর্মকৌশলের একটি বড় অংশ।
 
ইত্তেফাক/এমএইচ