শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) হলগুলো আগামীকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) খুলে দেওয়া হচ্ছে। এর পর দিন থেকেই অনলাইনে পাঠদান কার্যক্রম শুরু হবে।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশকুল হোসেন দৈনিক ইত্তেফাককে জানান, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেওয়া হবে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে অনলাইনে ক্লাস শুরু হবে। আর সরকারি বিধিনিষেধ না থাকলে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু হবে।