ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শিক্ষকদের ওপর হামলার অভিযোগে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে আয়োজিত মানববন্ধনে তিন শতাধিক শিক্ষক অংশ নেন।
মানববন্ধনে প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক গোপেন্দ্রনাথ বর্মণ ও যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলী, শিক্ষক ফয়জুল ইসলাম, আহসান হাবিব, আব্দুল মান্নান, ফরিদা ইয়াসমিন, কুশমত আলী, মকবুল হোসেন, আজিজার রহমান, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, আওয়ামী লীগ নেতা আহম্মদ হোসেন বিপ্লব, জাহাঙ্গীর আলম, আনিসুর রহমান বাকী, প্রশান্ত বসাক, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন, জাপা নেতা আবু তাহের, মহিলা লীগ নেত্রী ফরিদা ইয়াসমিন প্রমুখ বক্তব্য রাখেন। অফিস ঘরটি শিক্ষকদের ফিরিয়ে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তারা স্মারকলিপি দেন।
১৯৮২ সাল থেকে সরকারি ব্যবস্থাপনায় খাসজমিতে অফিস ঘর তৈরি করে ব্যবহার করে আসছে শিক্ষক সমিতি। গত ২০ ফেব্রুয়ারি শিক্ষকরা ঘরটি সংস্কার করতে গেলে স্থানীয় মফিজুল ও তার লোকজন হামলা চালায়। এতে মকবুল হোসেন ও আজিজার রহমানসহ কয়েকজন শিক্ষক আহত হন। এনিয়ে শিক্ষকরা পরদিন থানায় একটি মামলা দায়ের করেন।