ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের এক হাজতি মারা গেছেন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল হাসপাতালে তিনি মারা যান।
ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নুর ইসলাম (৬০) নামের হাজতির মৃত্যু হয়েছে। নিহত নুর ইসলাম কুমিল্লা জেলার লাকসাম থানার নোয়াগাঁও গ্রামের মৃত্যু আনু মিয়ার ছেলে। তিনি রাজধানীর তেজগাঁও থানার একটি মাদক মামলার বিচারাধীন হাজতি হিসেবে ২০১৮ সাল থেকে কারাগারে বন্ধী ছিলেন।