ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের জন্য পহেলা বৈশাখ উপলক্ষে বিশেষ খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছে কারা কর্তৃপক্ষ।
কেন্দ্রীয় কারাগার সূত্র জানিয়েছে, বর্ষবরণের দিন সকালে বন্দীদের পরিবেশন করা হবে পান্তা ভাত ও ইলিশ মাছ ভাজা। দুপুরে থাকবে পোলাওয়ের সঙ্গে গরু বা খাসির মাংস। রাতের খাবারে থাকবে ভাত, আলুর দম বা ছোলার ডাল। এ ছাড়া দুপুরের পর বন্দীদের বিনোদনের জন্য কারাগারের অভ্যন্তরে সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
তবে সারা বছর বন্দীদের সকালে দেওয়া হয় হালুয়া, রুটি ও ডিম। দুপুরের খাবারের তালিকায় থাকে ভাত, ডাল, সবজি। রাতে দেওয়া হয় ভাত, ডাল, মাছ বা গরুর মাংস। তবে ভিআইপি বন্দীদের তাদের পছন্দ অনুযায়ী খাবার সরবরাহ করা হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুরাইয়া আক্তার বলেন, আমাদের এখানে বর্তমানে বন্দীর সংখ্যা ৮ হাজার ১১৭ জন। বৈশাখ উপলক্ষে কারাগারে বন্দীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হবে। এদিন সাধারণ বন্দীদের পাশাপাশি ডিভিশনপ্রাপ্ত ও ভিআইপি (বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি) বন্দীরাও একই ধরনের খাবার পাবেন। এ ছাড়া সেদিন বিকেলে কারাগারের ভেতরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।