বিজ্ঞান
আমাদের জীবনে প্রযুক্তি
১. বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও তারা কীভাবে পরস্পর সম্পর্কযুক্ত ব্যাখ্যা কর।
উত্তর : বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির লক্ষ্য ভিন্ন হলেও এরা একে অন্যের ওপর নির্ভরশীল। বিজ্ঞানের কাজ হল প্রকৃতির নিয়ম আবিষ্কার করা। আর এই নিয়ম প্রয়োগ করে যন্ত্র উদ্ভাবন করে বাস্তব সমস্যার সমাধান করা হলো প্রযুক্তি। যেমন— বিজ্ঞানীরা পৃথিবী ও আকাশের অন্যান্য বস্তুর মধ্যে বিদ্যমান বল এবং তাদের গতির নিয়ম আবিষ্কার করেছেন। আর এই নিয়মের ভিত্তিতে প্রযুক্তিবিদগণ আকাশে কৃত্রিম উপগ্রহ স্থাপন করেছেন। যার কল্যাণে রেডিও, টেলিভিশনের মাধ্যমে সারা পৃথিবীর সব খবর মুহূর্তের মধ্যে আমরা জানতে পারছি।
২. বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ আলোচনা কর।
উত্তর : প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর অনুসন্ধানের ক্ষেত্রে বিজ্ঞানীরা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসন্ধানের ক্ষেত্রে
বিজ্ঞানীরা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেন। যার মধ্যে নিম্নোক্ত ধাপসমূহ রয়েছে।
পর্যবেক্ষণ : আমাদের চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করার মধ্য দিয়ে আমরা প্রাকৃতিক ঘটনা কিংবা নিজের পছন্দের কোনো বিষয় সম্পর্কে কৌতুহল বোধ করি।
প্রশ্নকরণ : যখন আমরা কোনো কিছু দেখি, শুনি বা পড়ি আমাদের মনে এ সম্পর্কিত নানা প্রশ্ন আসতে পারে। এ সকল প্রশ্ন থেকে এমন একটি প্রশ্ন বেছে নেই যার উত্তর পর্যবেক্ষণ বা পরীক্ষণের মাধ্যমে পাওয়া সম্ভব।
অনুমান : পূর্ব অভিজ্ঞতা ব্যবহার করে প্রশ্নটির সম্ভাব্য উত্তর ঠিক করি এবং খাতায় লিখি। এটিই অনুমান।
পরীক্ষণ : অনুমানটি সঠিক কি না তা যাচাই করার জন্য একটি পরীক্ষার পরিকল্পনা করি। পরীক্ষাটি করার জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করি। পরীক্ষাটি সম্পাদন করি তথ্য সংগ্রহ করে পরীক্ষার ফলাফল লিপিবদ্ধ করি।
সিদ্ধান্ত : প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করি এবং ফলাফলের সার সংক্ষেপ করি। ফলাফলটি অনুমানের সাথে মিলেছে কিনা তা যাচাই করি।
বিনিময় : প্রাপ্ত ফলাফল এবং সিদ্ধান্ত অন্যদের সাথে বিনিময় করি।