শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

ভোলায় জেলেদের মানববন্ধন

আপডেট : ৩০ মে ২০১৯, ২১:৫৭

সাগরে মাছ ধরায় ৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞাকালীন সময় প্রতি জেলেকে ৮ হাজার টাকা করে মাসিক ভাতা প্রদান ও অতি দরিদ্র জেলেদের নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখাসহ নানা দাবি জানিয়েছেন ভোলার জেলেরা। বৃহস্পতিবার দুপুরে ভোলা প্রেসক্লাবের সামনে কোস্ট ট্রাস্টের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে তারা এসব দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন, ভোলা জেলা ক্ষুদ্র মত্স্যজীবী সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম, সদর উপজেলা সভাপতি মো. এরশাদ, কোস্ট ট্রাস্টের জেলা সমন্বয়কারী  মো. জহিরুল  ইসলাম, সহ-সমন্বয়কারী মো. সোহেল মাহমুদ, প্রকল্প সমন্বয়কারী খোকন চন্দ্র শীলসহ প্রমুখ। এ সময় সদর উপজেলা ক্ষুদ্র মত্স্যজীবী সমিতির সভাপতি মো. এরশাদ বলেন, ভোলার  মেঘনা-তেঁতুলিয়া নদীতে ইলিশের অভয়াশ্রমে দুই মাস ও মা ইলিশের অভিযান ২২ দিন নদীতে মাছ শিকারের প্রতি সরকার নিষেধাজ্ঞা জারি করেছে।