আমতলীতে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত সাত দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৫ জন আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে অধিকাংশই শিশু। পর্যাপ্ত বেড না থাকায় রোগীরা বারান্দায় চিকিৎসা নিচ্ছেন।
আমতলী হাসপাতাল সূত্রে জানা গেছে, গত সাত দিনে ৪৫ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে অধিকাংশই শিশু। প্রতিদিন গড়ে পাঁচ-ছয় জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। বুধবার দুপুর ১২টা পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত চার জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০ জন রোগী। বেড না থাকায় হাসপাতালের বারান্দায় রোগীরা চিকিৎসা নিচ্ছেন। সরকারিভাবে আক্রান্তের সংখ্যা ৪৫ জন হলেও বেসরকারিভাবে আক্রান্তের সংখ্যা শতাধিক বলে জানা গেছে। গ্রামাঞ্চলের অধিকাংশ রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না এসে পল্লি চিকিৎসকদের কাছে চিকিৎসা নিচ্ছেন। আবার কম আক্রান্ত রোগী হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার মো. সুমন খন্দকার বলেন, ঋতু পরিবর্তনের কারণে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। এ ডায়রিয়া সামাল দিতে পর্যাপ্ত আইভি স্যালাইন রয়েছে। রোগীদের স্যালাইন দেওয়া হচ্ছে।