মাধবপুরে সিলেটস্থ হবিগঞ্জ সমিতির উদ্যোগে দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেন চৌধুরী এ ক্যাম্পের উদ্বোধন করেন।
সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম প্রমুখ।
মেডিকেল ক্যাম্পে মেডিসিন, সার্জারি, গাইনি ও প্রসূতি, শিশু, হৃদরোগ, চক্ষু, বাত রোগ বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন। পরে সহস্রাধিক দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।