শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নান্দাইলে গম কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১১:২৬

নান্দাইলে গম কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক। এ বছর গমের ভালো ফলন হওয়ায় খুশি উপজেলার কৃষকরা। এরই মধ্যে পুরোদমে গম কাটা ও মাড়াই শুরু হয়েছে। যেন কৃষকদের দম ফেলার সময় নেই। সকাল থেকে রাত পর্যন্ত গম কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক। 

কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে নান্দাইলে ৭৫ হেক্টর জমিতে কৃষক গম চাষ করেন। অধিকাংশ জমিতে কৃষক উচ্চফলনশীল জাত হিসেবে পরিচিত বারি-৩০, ৩২ ও ৩৩ রোপণ করেছেন। এছাড়া বারি-২৫, ২৭ ও ২৮ জাতের গমও চাষ করা হয়েছে। গমের ১০টি প্রদর্শনী প্লটও রয়েছে। 

উপজেলার বীরকামটখালী গ্রামের গমচাষি ইলিয়াস কাঞ্চন, আ. মতিনসহ অনেকেই জানান, গমের বাজার ভালো থাকায় চাষিরা লাভবান হবেন। গমের বর্তমান বাজার দর ১ হাজার ২০০ টাকারও বেশি, তাই বিঘাপ্রতি প্রায় ১০ হাজার টাকার গম বিক্রি করতে পারবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, চলতি মৌসুমে গমের বাম্পার ফলন হয়েছে। কারণ এবার গমে উল্লেখযোগ্য কোনো রোগ-বালাইয়ের আক্রমণ হয়নি। চলতি মৌসুমে হেক্টরপ্রতি প্রায় ৩.৩ টন হারে ফলন পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। 

ইত্তেফাক/এআই