শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য জরুরী সেবা চালু করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে দৈনিক ইত্তেফাককে সহকারী প্রক্টর আবু হেনা পহিল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে এই জরুরী সেবা চালু করা হল। অনেক সময় শিক্ষার্থীরা কোনো সমস্যায় পড়লে প্রক্টরদের ব্যক্তিগত ফোনে কল দিয়ে নাও পেতে পারে বা কোনো কারণে সেই কল মিস হয়ে যেতে পারে। সে লক্ষ্য সার্বক্ষণিক শিক্ষার্থীদের সেবা দেওয়ার সুবিধার্থে এই নাম্বারগুলো (০১৯১১২৪১৩৮২, ০১৯১১২৪১৩৮৮,০১৯১১২৪১৩৯১) চালু করা হয়েছে।
শিক্ষার্থীরা যেকোনো বিষয়ে যেকোনো সময় উল্লেখিত নাম্বারগুলোতে কল দিয়ে প্রক্টরিয়াল বডির সাথে যোগাযোগ করতে পারবে বলে তিনি জানান।