শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রমজানে সুবিধাবঞ্চিতদের পাশে নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৯:১৪

পবিত্র রমজানে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়িয়েছে নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। প্রথম রোজা থেকে শুরু মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠনটি।

এ বিষয়ে নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আনিসুল ইসলাম সোহেল জানান, রাজধানীর কাওরান বাজারসহ বিভিন্ন এলাকায় অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হচ্ছে। এ কাজে সহায়তা করছেন জিয়াউল হক সোহেল, রায়হান বিন ফারুকী, আব্দুল্লাহ মোহাম্মদ নাঈম, মামুন, মো. ইসতেহাক জাহান ভূঁইয়া (রনি), শরীফ রানা, রাকিব, তাসনীম, ওহী, পান্না, কনাসহ অনেকে।

বিতরণের জন্য রাখা ইফতার।

তিনি আরও জানান,  ঈদের আগের দিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। এছাড়া ঈদের আগের দিন পথশিশু ও অসহায়দের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ।

 

ইত্তেফাক/ইউবি