শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মনপুরায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু  

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১৬:১৬

ভোলার মনপুরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো- ওই গ্রামের মো. রফিজলের মেয়ে লিয়া (১০) ও একই গ্রামের মো. মন্তাজের  ছেলে মো. আদর (৬)। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাড়ির ঘরের পাশের পুকুরে গোসল করতে যায় লিমা ও আদর। এক পর্যায়ে তারা পুকুরের পানিতে ডুবে যায়।  পরে পরিবারের সদস্যরা পুকুর থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নাইম হাসনাত তাদের মৃত ঘোষণা করেন। 

ডা. নাইম হাসনাত জানান, হাসপাতালে আনার আগেই শিশুরা মারা যায়। সম্ভবত পানিতে ডুবে শিশুদের মৃত্যু হয়েছে। 

ইত্তেফাক/ইউবি