সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিদ্যালয়ের ছাদ ঢালাইয়ে ‘নষ্ট’ সিমেন্ট ব্যবহারের অভিযোগ

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৯:১৩

ময়মনসিংহের গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ছয়তলা ভবনের ছাদ ঢালাইয়ে জমাট বাঁধা ‘নষ্ট’ সিমেন্ট ব্যবহারের অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ময়মনসিংহ শিক্ষা প্রকৌশল অধিদফতর।

পৌর শহরের মাস্টারপাড়া এলাকায় ৫ কোটি ৮৩ লাখ ৯৭ হাজার ৮৫০ টাকা ব্যয়ে  রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় ছয়তলা ভবন নির্মাণ করছে শিক্ষা প্রকৌশল অধিদফতর। নির্মাণ কাজ ঠিকাদার মেসার্স ভাওয়াল কনস্ট্রাকশন। ইতিমধ্যে বিদ্যালয় ভবনের পাঁচতলা পর্যন্ত ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। বৃহস্পতিবার ভবনের ছয়তলা ছাদের ঢালাই কাজ শুরু হয়। এ সময় নির্মাণ কাজে জমাট বাঁধা সিমেন্ট ব্যবহারের অভিযোগ ওঠে।

নির্মাণকাজ দেখভালের জন্য বিদ্যালয়ের গঠিত কমিটির আহ্বায়ক জাহিদুল আলম অভিযোগ করেন, জমাট বাঁধা সিমেট ব্যবহারের বিষয়টি নজরে এলে আমরা প্রতিবাদ জানায়। পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন এসে জমাট বাঁধা সিমেন্টের বস্তা পাশে রেখে ভাল সিমেন্ট দিয়ে কাজ শুরু করে। সন্ধ্যার পর পাশে রেখে দেওয়া সিমেন্ট আবার ব্যবহার করা হয়।

ময়মনসিংহ শিক্ষা প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী মির্জা আহসান হাসান জানান, নির্মাণ কাজে ভালো সিমেন্ট ব্যবহার করা হয়েছে। কিছু জমাট বাঁধা সিমেন্টের বস্তা ছিল, সেগুলো নির্মাণ কাজে ব্যবহার করা হয়নি। একপাশে সরিয়ে রাখা হয়েছে।

নির্মাণকাজে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোবারক আলী বলেন, নির্মাণকাজ দেখভালের জন্য বিদ্যালয়ের একটি কমিটি আছে। ছাদ ঢালাইয়ে জমাট বাঁধা সিমেন্ট ব্যবহারের বিষয়টি শিক্ষকরা আমাকে জানিয়েছে। আমি ইঞ্জিনিয়ারকে এগুলো সরানোর কথা বলেছি।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি উজ্জল জানান, দেয়ালের সঙ্গে রাখার কারণে কিছু সিমেন্টের বস্তা জমাট বেঁধে গেছে। এগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান, অনিয়মের অভিযোগ শুনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/ইউবি