শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘পাকিস্তানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না সেনাবাহিনী’

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৯:৫৫

'দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না পাকিস্তান সেনাবাহিনী'। রবিবার (২৪ এপ্রিল) পাকিস্তান সামরিক বাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল বাবর ইফতিখার এই মন্তব্য করেছেন। 

বাবর ইফতিখার বলেন, ষড়যন্ত্রের বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা রাত দিন কাজ করে যাচ্ছে। 

'কেউ যদি পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করে তাহলে আমরা তা সফল হতে দেবো না,' বলেন আইএসপিআর ডিজি। 

প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খানকে সরাতে কোনো বিদেশি ষড়যন্ত্র ছিল না বলে গত ২২ এপ্রিল জানিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)। তবে এর একদিন পর গতকাল শনিবার ইমরান খান দাবি করেছেন, তিনি সঠিক ছিলেন এবং এনএসসি'র সর্বশেষ বিবৃতি প্রমাণ করেছে তাকে সরাতে মার্কিন ষড়যন্ত্র কাজ করেছে।  

তবে ইমরান খানের এই দাবির পরেই এমন মন্তব্য করলেন বাবর ইফতিখার। 

এর আগে সর্বশেষ সংবাদ সম্মেলনে বাবর বলেন, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়নি। দেশের নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিরোধ ও প্রতিকারের দায়িত্ব পাকিস্তান সেনাবাহিনীর। দ্য নিউজ। 

 

ইত্তেফাক/এসআর