শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শিমুলিয়ায় ঈদের পরদিনও ঘরমুখো মানুষের ভিড়

আপডেট : ০৪ মে ২০২২, ১৬:০১

ঈদের পরের দিনও দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ রয়েছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যায়।  

আজ বুধবার (৪ মে) দুপুরে তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এছাড়া অসংখ্য মোটরসাইকেলও রয়েছে। ছোট-বড় মিলিয়ে ৯টি ফেরি দিয়ে যানবাহন, মোটরসাইকেল ও যাত্রী সকাল থেকে পার করা হচ্ছে। 

এদিকে, ১৫৫টি স্পিডবোট ও ৮৫টি লঞ্চ দিয়েও যাত্রী পারাপার হচ্ছে।

ঈদের আগে চাপ বেশি থাকায় দুর্ভোগ এড়াতে ঈদের পরের দিন অনেকে ঈদের ছুটিতে নিজ বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে, কিছুটা চাপ থাকলেও সহজেই ফিরিতে উঠতে পারায় যাত্রারা খুশি।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম (মেরিন) মোহাম্মদ আলী জানান, ঈদের পরের দিনও যানবাহন, মোটরসাইকেল ও যাত্রীদের চাপ রয়েছে। তিন শতাধিক যানবাহন পার হওয়ার অপেক্ষায় রয়েছে। শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিরকান্দি নৌপথে ৯টি ফেরি দিয়ে পর্যায়ক্রমে পারাপার করা হচ্ছে।

ইত্তেফাক/কেকে