স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। ঈদের পঞ্চম দিন শনিবার পিরোজপুরের কাউখালীসহ উপকূলীয় এলাকার অসংখ্য যাত্রী ঢাকা ও চট্টগ্রাম ফিরছে। এ কারণে কাউখালী-চাঁদপুর-ঢাকা রুটে যাত্রীর চাপ ছিল।
শনিবার (৭ মে) এমভি মর্নিং সান ৯, ঈগল-৮, যুবরাজ-৭, রেডসান লঞ্চ ঘাট থেকে অতিরিক্ত যাত্রী ও কয়েকগুণ বেশি ভাড়া নিয়ে ঢাকার উদ্দেশে কাউখালী ঘাট ত্যাগ করে।
অপরদিকে সরকারি (বিআইডব্লিউটিসি) স্টিমার এমভি মধুমতি মোড়লগঞ্জ, মাছুয়া, হুলার হাট থেকে যাত্রী নিয়ে কাউখালীতে ঘাট দিলেও স্টিমারে ছিল যাত্রীদের প্রচণ্ড ভিড়।
কাউখালী রাজাপুর, স্বরূপকাঠি, ঝালকাঠি একাংশের হাজারো মানুষ কাউখালী লঞ্চঘাট থেকে যাতায়াত করে থাকে। এ কারণে ভিড় একটু বেশি বলে সংশ্লিষ্টরা জানান।