বুধবার, ০৭ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ফুটবল খেলাকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

আপডেট : ১০ মে ২০২২, ১৬:০৩

মাদারীপুরের রাজৈরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১০ মে) সকাল ১১টার সময় ঘণ্টাব্যাপী উপজেলার পশ্চিম রাজৈর ও হৃদয়নন্দী গ্রামের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে পশ্চিম রাজৈর ও হৃদয়নন্দী গ্রামের কিশোরদের মধ্যে ফুটবল খেলা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায় মারপিট হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে হৃদয়নন্দী গ্রামের সজিব নামে এক যুবক মীমাংসার কথা বলতে পশ্চিম রাজৈর যায়। পরে তাকে (সজিব) একা পেয়ে পশ্চিম রাজৈরের আসাদ, জুয়েল ও রনিসহ বেশ কয়েকজন মারধর করে। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে দুই গ্রাম পশ্চিম রাজৈর ও হৃদয়নন্দীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। 

রাজৈর থানার এসআই মীর নাজমুল হোসেন জানান, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা এখন শান্ত রয়েছে।

 

 

ইত্তেফাক/এমএএম