বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে চাকরি, বেতন ৯০ হাজার

আপডেট : ১৩ মে ২০২২, ১০:৫৩

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যাপ অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট বিভাগে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম
অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর

পদের সংখ্যা
১টি

আবেদন যোগ্যতা
কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি বা সমমান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। একাডেমিক পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না। সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অ্যাপস অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট, প্রফেশনাল সার্টিফিকেশন, ডাটাবেজ ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে জানাশোনা থাকতে হবে। পাইথন, রুবে, জাভা স্ক্রিপ্ট/ জাভা/ সি প্লাস প্লাস বিষয়ে অভিজ্ঞ হতে হবে।

এইচটিএমএল, সিএসএস, স্প্রিং, এক্সএমএল, রেস্ট, রিলেশনাল ডিবিএমএস, নো এসকিএল, ডাটাবেজ, জাভাস্ক্রিপ্ট, স্প্রিং, এক্সএমএল বিষয়ে জানাশোনা থাকতে হবে। এন্টি করাপশন সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে।

চূড়ান্ত নিয়োগ বিজ্ঞপ্তির পর ঢাকায় কাজ করতে হবে। তবে ওয়ার্ক ফ্রম অফিসের পাশাপাশি ওয়ার্ক ফ্রম হোমেও সুবিধাও প্রদান করা হবে।

বেতন ও সুযোগ সুবিধা
মাসিক বেতন ৯০ হাজার ৭৫৪ টাকা। এছাড়াও কোম্পানির নীতিমালা অনুসারে মোবাইল বিল, মেডিকেল অ্যালায়েন্স, পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, ইন্সুরেন্স, গ্রাচুয়েটি প্রদান করা হবে। বার্ষিক সেলারি রিভিউয়ের সুবিধা ও বছরে দুইবার উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদন যেভাবে
আগ্রহীরা অনলাইনে বিডিজবস থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ
২৮ মে, ২০২২

ইত্তেফাক/এসজেড

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন