ঢাকাস্থ জামালপুর সমিতির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঢাকার মিরপুরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, নবনির্বাচিত নির্বাহী পরিষদ জামালপুর সমিতিকে মডেল সমিতি হিসেবে প্রতিষ্ঠিত করবে এই প্রত্যাশা করি।
সমিতির সভাপতি হাছান মাহমুদ রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমিতির মহাসচিব গ্রুপ ক্যাপ্টেন (অব.) শেখ মো শফিকুল ইসলাম আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন।
তিনি সমিতি পরিচালিত ডায়ালাইসিস সেন্টার, আবাসন কর্মসূচি, বৃত্তি বিতরণসহ সমিতির কার্যক্রম তুলে ধরেন।
এ সময় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী এম এ ছাত্তার, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী। সভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক ছিলেন মাজহারুল ইসলাম মৃনাল। সভা সঞ্চালনা করেন সদস্য সচিব জাহাঙ্গীর আলম।
সভা শেষে হাছান মাহমুদ রাজাকে সভাপতি ও গ্রুপ ক্যাপ্টেন (অব.) শেখ শফিকুল ইসলামকে পুনরায় মহাসচিব করে ২০২৩-২০২৪ মেয়াদের ১০৩ সদস্যবিশিষ্ট নির্বাহী পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার দুর্নীতি দমন কমিশনের কমিশনার মো. জহুরুল হক ।