শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যেভাবে রাখবেন ঝকঝকে ফোনের স্বচ্ছ কভার

আপডেট : ১৭ মে ২০২২, ১৭:২৩

নতুন ফোন কিনলে সাথে একটি ট্রান্সপারেন্ট টিপিইউ কেস থাকবেই। স্বচ্ছ টিপিইউ কেস ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হলো এটি আপনার ফোনের ডিজাইনকে লুকিয়ে ফেলে না। কিন্তু টিপিইউ কেস ঠিকঠাক পরিষ্কার রাখাও সম্ভব হয়না। 

কয়েকদিন ব্যবহারের পর প্রথম সেই স্বচ্ছতা হারাতে শুরু করে। হলদেটে ভাবটুকু বেজায় বিরক্তির সঞ্চার করে।

মূলত এ ধরণের কভারে সিলিকন ব্যবহার করা হয়। আর এই উপাদানটি যথেষ্ট টেকসই হলেও খুব দ্রুতই নোংরা হয়ে যায়। বিশেষত গরমে হাতের ঘাম আর বাতাসের সংস্পর্শে সিলিকন কভারের রঙ বদলাতে শুরু করে। তাই অনেকেই বাজারে অন্য রঙের কভার কিনে নেয়। তাতে অনেক সময় ফোন ভারি হয়ে যায়।

একটি ব্রাশ দিয়ে কিছুক্ষণ ব্রাশ করলে ময়লা কমবে

অথচ সিলিকন কভারটা পরিষ্কার থাকলেই এত ঝামেলা হতোনা। কে বলেছে পরিষ্কার করা যাবেনা? চলুন, আমরাই আপনাকে সিলিকন কভার পরিষ্কারের তিনটি পদ্ধতি দেখিয়ে দিই।

প্রথম পদ্ধতি 

হালকা গরম পানিতে দু'ফোটা থালা-বাসন মাজার লিকুইড মিশিয়ে নিন। একটি ব্রাশ দিয়ে কিছুক্ষণ ব্রাশ করলে কিছুটা হলেও ময়লা কমবে। পরিষ্কারের কাজ শেষ হতেই পরিষ্কার কাপড় অথবা টিস্যু দিয়ে সিলিকন কেসটি মুছে নিন।

পরিষ্কার কাপড় অথবা টিস্যু দিয়ে সিলিকন কেসটি মুছে নিন

মোছার পর কিছুক্ষণ উন্মুক্ত রাখুন যাতে কভারটি শুকোতে পারে। শুকোনোর পর আবার ফোনে ব্যবহার করুন।

প্রথম পদ্ধতিতে তেমন কাজ হচ্ছেনা? এই হলো দ্বিতীয় পদ্ধতি

যদি প্রথমটিতে তেমন কাজ না হয়, বেকিং সোডার আশ্রয় নিন। প্রথমে পরিষ্কার তোয়ালের উপর কভারটি রাখুন। কাভারে থাকা হলদেটে দাগের উপর বেকিং সোডা ছিটিয়ে দিন।

হলদেটে দাগের উপর বেকিং সোডা ছিটিয়ে দিন

তারপর ব্রাশ দিয়ে আলতো করে ঘষুন। এতে বাজে হলদেটে দাগ দূর হয়ে যাবে।

ঘষামাজা থেকে দূরে থাকতে চান? এই পদ্ধতি দেখুন

একটি বড় বাটিতে টুথপেস্ট, লিকুইড সাবান, সামান্য লবন ও ভিনেগার মিশিয়ে নিন

ঘষামাজার ঝুটঝামেলা থেকে দূরে থাকতে চাইলে একটি বড় বাটিতে টুথপেস্ট, লিকুইড সাবান, সামান্য লবন ও ভিনেগার মিশিয়ে নিন। পানি মেশাবেন না। এই মিশ্রণেই ফোনের কাভার অন্তত ১০ থেকে ১৫ মিনিট চুবিয়ে রাখুন।

নির্ধারিত সময়ের পর কভার তুলে পানি দিয়ে ধুয়ে ফেলুন

নির্ধারিত সময়ের পর কভার তুলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই পদ্ধতিতে আপনার টিপিইউ কেস আবার স্বচ্ছ দেখাবে।  

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন