বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বঙ্গোপসাগরে ১ হাজার ৬০০ টন গম নিয়ে জাহাজডুবি

আপডেট : ১৯ মে ২০২২, ০২:১৩

১ হাজার ৬০০ টন গম নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় যাওয়ার সময় ‘এমভি তামিম’ নামে একটি লাইটারেজ জাহাজ বঙ্গোপসাগরে ডুবে গেছে।  বুধবার (১৮ মে) বিকাল ৩টার দিকে নোয়াখালীর রামগতির পাইলট বিচ সংলগ্ন তিলার চরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর জাহাজের ১২ নাবিককে অন্য একটি জাহাজ উদ্ধার করেছে।

এমভি তামিম জাহাজ পরিচালনাকারী সমতা শিপিং অ্যান্ড লজিস্টিকস এর কর্মকর্তা জামাল হোসেন জানান, পানির নিচে অদৃশ্য বস্তুর সঙ্গে ধাক্কা লেগে জাহাজের সামনের হেজ ফেটে যায়। এ সময় হেজে পানি ঢুকে যায়। পরে মাঝের ও সামনের হেজেও পানি ঢুকে জাহাজটি ডুবে যায়। শুধু জাহাজের ব্রিজ দেখা যাচ্ছে। নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

বন্দর সূত্র জানায়, গত মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ ‘এমভি প্রোফেল গ্রেস’ থেকে প্রায় ১ হাজার ৬০০ টন গম খালাস করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এমভি তামিম। ঢাকার নাবিল অটো ফ্লাওয়ার মিল নামে একটি প্রতিষ্ঠান এই গমের আমদানিকারক যার দাম প্রায় ৬ কোটি ৬৪ লাখ টাকা।

ইত্তেফাক/ ইআ