বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আইইউবি-তে সামার-২০২২ এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আপডেট : ২২ মে ২০২২, ২০:১৪

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর সামার-২০২২ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২১ মে) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আইইউবি ক্যাম্পাসে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মো. আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক আনিসুল হক।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. আবু তাহের বলেন, আজকের বিশ্ব খুব প্রতিযোগিতামূলক এবং দ্রুত পরিবর্তনশীল। তথ্য, জ্ঞান ও প্রযুক্তি নির্ভর এই শতাব্দীতে বেঁচে থাকার পাশাপাশি স্থিতিশীলতার জন্য বিভিন্ন সেক্টরে দ্রুত পরিবর্তন সম্পর্কে সচেতন হতে হবে। লাইফলং লার্নিং ও রিসার্চের মাধ্যমে জ্ঞান ও দক্ষতা হালনাগাদ করে এগিয়ে যেতে হবে।

কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, যে মাদক নিতে বলবে সে বন্ধু না, মাদক না নেওয়াটাই আধুনিকতা, মাদক না নেওয়াই স্মার্টনেস। আগুনে হাত দিয়ে হাত পুড়িয়ে অভিজ্ঞতা নেওয়ার কোন মানে হয়না। মাদক থেকে বিরত থাকতে হবে।

আইইউবি’র উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, রেজিস্ট্রার, বিভিন্ন স্কুলের ডিন অনুষ্ঠানে বক্তব্য দেন। এছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/এসটিএম