শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ থেকে নজরুল জন্মজয়ন্তী শুরু

আপডেট : ২৪ মে ২০২২, ১৮:২৪

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (২৪ মে) থেকে ও বুধবার থেকে ত্রিশালের স্থানীয় সরকারি নজরুল একাডেমী মাঠে তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী শুরু হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ে প্রথম দিনে বেলা ১১টায় গাহি সাম্যের গান মঞ্চে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা। 

অপরদিকে স্থানীয় সরকারি নজরুল একাডেমি মাঠে বুধবার থেকে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিনে বিকেল তিনটায় আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। জেলা প্রশাসক এনামুল হকের সভাপতিত্ব বিশেষ অতিথি থাকবেন ত্রিশালের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী এমপি, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস প্রমুখ।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, আইনশৃঙ্খলার বিষয়ে সজাগ দৃষ্টি রাখা হয়েছে।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, ত্রিশালে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রস্তুতি শেষ পর্যায়ে।  

ইত্তেফাক/এআই