জামালপুরের বকশীগঞ্জ দশানী নদীতে ব্রিজ না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন বকশীগঞ্জ ও ইসলামপুর উপজেলাবাসী। বর্তমানে ঐ দুই উপজেলার বাসিন্দারা ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় নদী পারাপার হচ্ছেন।
বকশীগঞ্জ উপজেলার প্রতিবেশী উপজেলা ইসলামপুর উপজেলা। যোগাযোগ, ব্যবসা, শিক্ষা ও কৃষিকাজসহ নানা কাজে বকশীগঞ্জ ও ইসলামপুর উপজেলার লোকজন দুই উপজেলায় যাতায়াত করেন। বকশীগঞ্জ শহর থেকে এলজিইডির একটি পাকা রাস্তা দশানী নদীর পূর্ব পার পর্যন্ত সংযুক্ত হয়েছে।
অপরদিকে ইসলামপুর উপজেলা শহর থেকে এলজিইডির একাধিক পাকা সড়ক দশানী নদীর পশ্চিম পারে সংযুক্ত হয়েছে। সড়ক পাকা হওয়ায় বকশীগঞ্জ উপজেলা শহর থেকে বিভিন্ন পরিবহনযোগে দশানী নদীর পূর্ব পার পর্যন্ত যাতায়াত করার সুযোগ সৃষ্টি হয়েছে।
একইভাবে ইসলামপুর উপজেলা শহর থেকে দশানী নদীর পশ্চিম পার পর্যন্ত যাতায়াত সহজ হয়েছে। কিন্তু দশানী নদীতে ব্রিজ না থাকায় দুই পারের লোকজনকেই নদী পারাপারে খেয়া নৌকার ওপর নির্ভরশীল।
বকশীগঞ্জ এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক জানান, দশানী নদীর ডনাইয়ের গোদারাঘাটে ১০০ মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ নির্মাণের প্রস্তাব অনেক আগেই দেওয়া হয়েছে। প্রস্তাবটি অনুমোদন ও অর্থ বরাদ্দ পেলে কাজ শুরু হবে।