শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ওয়েস্ট ইন্ডিজ সফর: অভিজ্ঞতার প্রমাণ দেবে টাইগাররা

আপডেট : ০৮ জুন ২০২২, ০৯:৩৪

বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক টেস্ট সিরিজ জয়টা ২০০৯ সালে। সেটা ওয়েস্ট ইন্ডিজে। খর্বশক্তির ক্যারিবিয়ানদের হারিয়ে সিরিজ জিতেছিল বাংলাদেশ। তারপর অনেকবার গেলেও টেস্টে আর উইন্ডিজদের টলাতে পারেনি টাইগাররা।

সর্বশেষ ২০১৮ সালে তো ক্যারিবিয়ান পেস ব্যাটারিতে রীতিমতো নাকের জল চোখের জল এক হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যান। টেস্ট ইতিহাসে সবচেয়ে কম ৪৩ রানে অলআউট হওয়ার লজ্জায় পড়েছিল সাকিব আল হাসানের দল। এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে দুটি টেস্ট। অ্যান্টিগায় প্রথম টেস্ট ১৬ জুন শুরু। এবার কেমন করবে বাংলাদেশ দল?

বিসিবির কোচ ও তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজের স্পিন গুরু সোহেল ইসলামের আশা, এবার অভিজ্ঞতার স্বরূপ তুলে ধরবেন টাইগাররা। ২০১৮ সালে সফর করা দলটার বেশির ভাগ ক্রিকেটার এই সফরের দলে আছেন। মাঝে অতিবাহিত হয়েছে চার বছর। বিদেশের নানা কন্ডিশনেও খেলা হয়েছে এসব ক্রিকেটারদের। সেই অভিজ্ঞতার প্রমাণ ক্যারিবিয়ানে রাখবেন তারা। গতকাল মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের সোহেল ইসলাম বলেছেন, ‘অবশ্যই আমি বলব যে আমাদের ভালো সুযোগ আছে। আমরা সবশেষ যখন ওয়েস্ট ইন্ডিজ ট্যুর করি সেটা ২০১৮-তে এখন ২০২২। তো এই ছেলেগুলোই সেখানে গিয়েছিল টিমের সঙ্গে, তখন মিরাজ, তাইজুল, সাকিব ছিল। তো এদের আসলে অভিজ্ঞতা বেশি হয়ে গেছে চার বছরের মধ্যে তারা এই সময়ের ভেতর দেশের বাইরে বিভিন্ন জায়গায় খেলেছে। এই অভিজ্ঞতার তো একটা মূল্য অবশ্যই আছে। আমি আশাবাদী যে তারা ওখানে ভালো করবে।’

ঢাকা প্রিমিয়ার লিগে এবার সোহেল ইসলামের কোচিংয়েই চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের সঙ্গে নেই স্পিন কোচ রঙ্গনা হেরাথ। আর স্পিন কোচ না থাকলেই ডাক পড়ে সোহেল ইসলামের। এবার তিনিও যাচ্ছেন না। তবে কোচ না থাকলেও মিরাজ-তাইজুলরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবে এমনটাই আশা বিসিবির এই কোচের।

গতকাল সোহেল ইসলাম বলেছেন, ‘ওখানকার উইকেট একটু পেস বোলিং ফ্রেন্ডলি থাকে। বাউন্সটা বেশি থাকে। আমাদের উইকেট দেখা যায় একটু লো বাউন্স থাকে। স্কিডি থাকে। তো আমাদের পিচে বল করলে বল স্কিড করে, আর ওখানে দেখা যায় যে আপনি যদি ঐ লেংথে বল করেন তো ইজি ব্যাকফুটে খেলা যায়, দেখা যায় যে ওখানে লেংথ সামনে করতে হয় এবং বলে স্পিনও থাকে লাগে। আসলে এ জিনিসগুলো টেকনিক্যাল জিনিস এগুলো এডাপ্ট করেই আগাতে হয়।’

কন্ডিশন বিরুদ্ধ হলেও স্পিনাররাই বাংলাদেশের হার-জিতের নির্ধারক হবেন বিশ্বাস সোহেল ইসলামের। তিনি বলেছেন, ‘আমরা যদি ইতিহাস দেখি বা সাম্প্রতিক টেস্ট দেখি আপনি দেশে বলেন বাইরে বলেন সব সময় কিন্তু স্পিনাররা বাংলাদেশের জেতা হারার একটা মাধ্যম হিসেবে কাজ করে। এটাই ওখানে হবে।’

ইত্তেফাক/ ইআ