বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রিয়ালে আরও এক মৌসুম মদরিচ

আপডেট : ০৯ জুন ২০২২, ১১:২৩

চলতি মাস শেষ হতেই তিনি হয়ে যেতেন ফ্রি এজেন্ট। রিয়াল মাদ্রিদে ভবিষ্যৎ নিয়ে নীরব ছিলেন লুকা মদরিচ। অবশেষে ক্লাবটিতে থাকার সুযোগ আরও বাড়লো তার। ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডারকে আরও এক মৌসুম ধরে রাখার ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ।

নিজেদের অফিসিয়াল টুইটারে ক্লাবটি জানায়, ‘লুকা মদরিচ আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদে আরও এক বছর থাকছেন।’ মানে ট্রফিখচিত মৌসুম কাটিয়ে রিয়ালের সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত থাকছেন মদরিচ।

৩৬ বছর বয়সী মিডফিল্ডার ৪৫ ম্যাচ খেলে তিন গোল ও ১২ অ্যাসিস্ট করেছেন গত মৌসুমে। লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে দারুণ পারফরম্যান্স করেন। একই ধারাবাহিকতা ধরে রাখলে সামনের বছর হয়তো আরও এক বছরের নতুন চুক্তি করতে যাচ্ছেন মদরিচ। সেটাই সত্যি হল।

মদ্রিচ ২০১২ সালে টটেনহ্যাম থেকে রিয়ালে যোগ দেন। স্প্যানিশ জায়ান্টদের হয়ে ৪৩৬টি ম্যাচ খেলেন। পাঁচবার চ্যাম্পিয়নস লিগ এবং তিনটি লা লিগা শিরোপা জিতেছেন।

মদ্রিচ রিয়ালের হয়ে দারুণ ফুটবল খেলে ২০১৮ সালে ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি’অর জিতেছিলেন।

ইত্তেফাক/টিআর