শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সরকারি চাকরিতে পদ বেড়েছে ২৭ হাজার

আপডেট : ১০ জুন ২০২২, ১১:৩২

এক বছরে সরকারি চাকরিতে পদ বেড়েছে ২৭১৮৪টি এবং শূন্যপদের সংখ্যা কমেছে ২২ হাজার ৮৩০টি।বৃহস্পতিবার (৯ জুন) ২০২১ সালের পরিসংখ্যান নিয়ে ‘স্ট্যাটিসটিকস অব সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফস’ বই প্রকাশিত হয়েছে। এই বই থেকে এসব তথ্য জানা গেছে। 

২০২১ সালের পরিসংখ্যান অনুযায়ী, প্রশাসনে মোট অনুমোদিত ১৯ লাখ ১৩ হাজার ৫২টি পদের বিপরীতে তিন লাখ ৫৮ হাজার ১২৫টি পদ শূন্য ছিল।

শূন্য পদের মধ্যে ৪৩ হাজার ৩৩৬টি প্রথম শ্রেণির, ৪০ হাজার ৫৬১টি দ্বিতীয় শ্রেণির, এক লাখ ৫১ হাজার ৫৪৮টি তৃতীয় শ্রেণির এবং এক লাখ ২২ হাজার ৬৮০টি তৃতীয় শ্রেণির পদ।

মন্ত্রণালয় ও বিভাগ পর্যায়ে ১৮ হাজার ২৪০টি পদের মধ্যে শূন্য পদ পাঁচ হাজার ২৮৪টি, সংস্থা ও অধিদফতর পর্যায়ে ১৪ লাখ ২১ হাজার ৭৩টি পদের মধ্যে শূন্য দুই লাখ ৬৮ হাজার ৭৪৬টি। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের (ভূমি) অফিসে ১৪ হাজার ৮৪১টি পদ শূন্য, এখানে মোট পদের সংখ্যা ৪৬ হাজার ৯৭১টি।

ইত্তেফাক/কেকে

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন