ফ্রি বেলুচিস্তান মুভমেন্ট (এফবিএম) মিডিয়ায় এক বিবৃতিতে জোরপূর্বক নিখোঁজ ব্যক্তিদের পরিবার ও অন্যান্য শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর করাচিতে পাকিস্তান বাহিনীর সহিংস আক্রমণের নিন্দা জানিয়েছে।
এফবিএম আন্তর্জাতিক সম্প্রদায়কে বেলুচ নারী ও শিশুদের বিরুদ্ধে পাকিস্তানি বাহিনীর সহিংসতার ওপর নজর দেওয়ার আহ্বান জানিয়েছে।
এফবিএমের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বের বুঝতে হবে পাকিস্তান বেলুচিস্তান বেআইনিভাবে দখল করেছে এবং তার অবৈধ উপনিবেশ টিকিয়ে রাখার জন্য দেশটি বেলুচ জাতির বিরুদ্ধে অমানবিক ও নৃশংস সহিংসতার আশ্রয় নিচ্ছে। একইসঙ্গে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার রাতে করাচি পুলিশ কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। এদের মধ্যে নারীও আছে। এসব বিক্ষোভকারী নিখোঁজ দুই ছাত্রের অপহরণের বিরুদ্ধে সিন্ধু বিধানসভার বাইরে অবস্থান কর্মসূচি পালন করছিলেন।