শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নেশার টাকা না পেয়ে মায়ের পা ভেঙে দেওয়ার অভিযোগ

আপডেট : ২১ জুন ২০২২, ১৮:১১

নেশার টাকা না পেয়ে মোতালেব হোসেন পাংকু নামে এক ব্যক্তির বিরুদ্ধে মায়ের পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২০ জুন) রাত ৯টার দিকে ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের দুলমা সাপমারা গ্রামে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার শতবর্ষী সোলেমান নেছা জানান, নেশার টাকা না দিলে তার ছেলে মোতালেব হোসেন পাংকু  বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে। মাঝে মধ্যে গায়েও হাত তোলে। সোমবার রাতে পাংকু নেশা করার জন্য তার কাছে টাকা চায়। টাকা না দেওয়ার পিটিয়ে বাম পা ভেঙে দেয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার শাহজাহান জানান, শতবর্ষী ওই মহিলার পা ভেঙে গেছে। স্থানীয়ভাবে সামান্য চিকিৎসা দেওয়া হয়েছে। তার আরও চিকিৎসা দরকার। 

ফুলবাড়ীয়া থানার এসআই হানিফ বলেন, স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পাংকু গা ঢাকা দিয়েছে। তাকে ধরতে অভিযান চলছে।

ইত্তেফাক/ইউবি