শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইবির অধীনে ফাজিল পরীক্ষার ফল প্রকাশ

আপডেট : ২৮ জুন ২০২২, ১৪:১২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে অনুষ্ঠিত ফাজিল স্নাতক ৩য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৮, ফাজিল স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষ পরীক্ষা-২০১৭ ও ফাজিল স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষ পরীক্ষা-২০১৮-এর ফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম তার দপ্তরে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করেন। এসময় ট্রেজারার প্রফেসর ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান, পরীক্ষা-নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. আবুল কালাম আজাদ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আরিফ মোল্যা, পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. আব্দুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

পরীক্ষা-নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. আবুল কালাম আজাদ দৈনিক ইত্তেফাককে বলেন, ফাজিল স্নাতক ৩য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৮ এ অংশ নেওয়া ৩৩ জনের মধ্যে ৩৩ জন, ফাজিল স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষ পরীক্ষা-২০১৭ এ অংশ নেওয়া ৬শত ৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬শত ৩৮ জন ও ফাজিল স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষ পরীক্ষা-২০১৮ এ অংশ নেওয়া ৭শত ২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭শত ১৮ জন উত্তীর্ণ হয়েছেন। পাশের হার যথাক্রমে শতকরা ১০০, ৯৮.৩১ এবং ৯৮.৪৯ ভাগ।   

তিনি আরও বলেন, প্রকাশিত ফলাফলে কোন প্রকার ভুলত্রুটি পরিলক্ষিত হলে অবশ্যই ফল প্রকাশের দিন হতে পরবর্তী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে পরীক্ষা-নিয়ন্ত্রককে লিখিতভাবে অবহিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.iu.ac.bd) থেকে ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে।

ইত্তেফাক/এআই