শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

খুলনায় আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে মামলা গ্রেফতার ২

আপডেট : ২৯ জুন ২০২২, ০১:১৫

খুলনায় গান পাউডারসহ গ্রেফতার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই ভাইকে গ্রেফতার করেছে। সোমবার রাত সাড়ে ৯টায় নগরীর পূর্ব বানিয়াখামার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বলেন, যশোর থেকে গান পাউডার বহন করে আনছিল খুলনা মহানগরীর পূর্ব বানিয়াখামার এলাকার মোহাম্মাদ আলীর ছেলে মো. খায়রুল আলম। এ তথ্য জানতে পেরে খানজাহান আলী থানার পথের বাজার চেকপোস্টের পুলিশ প্রতিটি গাড়ি তল্লাশি করে খায়রুলকে ৫০০ গ্রাম গান পাউডারসহ গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে জানায়, পূর্ব বানিয়াখামার এলাকার খোকন যশোর থেকে এ গান পাউডার তাকে আনতে বলেছে। এর আগে সোমবার রাত সাড়ে ৯টায় খুলনা সদর থানা, খানজাহান আলী থানা ও ডিবি পুলিশ পূর্ব বানিয়াখামার এলাকায় খায়রুলকে নিয়ে অভিযান চালায়। পুলিশ ঐ এলাকার বড় মসজিদের সামনে গাড়ি নিয়ে অবস্থান করতে থাকে। খায়রুলের সহযোগীরা তাকে গাড়িতে দেখে পুলিশের ওপর আক্রমণ চালায়। তারা আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ বানিয়াখামার এলাকার নজরুলের ছেলে ইব্রাহীম ও ইসমাইলকে গ্রেফতার করে। তারা দুজনই হত্যা মামলার আসামি।

খুলনা থানার ওসি হাসান আল মামুন বলেন, সোমবার রাতে আসামি ছিনতাইয়ের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। ঐ ঘটনায় পথেরবাজার চেকপোস্টের আইসি এসআই রাকিবুল ইসলাম বাদী হয়ে উল্লিখিত আসামিদের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েক জনের নামে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/এমএএম