শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শিনজো আবের মৃত্যুতে চীনের সোশ্যাল মিডিয়ায় জাপানবিরোধী পোস্ট

আপডেট : ০৯ জুলাই ২০২২, ১৩:২৭

ভোটের প্রচারে গিয়ে শুক্রবার (৮ জুলাই) আততায়ীর গুলিতে নিহত হয়েছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। এদিকে, তার ওপর হামলার খবর প্রকাশের পর পরই চীনের সোশ্যাল মিডিয়ায় জাপানবিরোধী বিভিন্ন পোস্ট ও বিজয় উল্লাস করেছে দেশটির জনগণ। একই সঙ্গে হামলাকারী বন্দুকধারীকে হিরো হিসেবে আখ্যা দিয়েছে চীনারা। খবর প্রকাশ করেছে দ্য প্রিন্ট।

চীনের রাজনৈতিক কার্টুনিষ্ট, শিল্পী ও সামাজিক কর্মী বেডিয়াচাও, বিভিন্ন স্ক্রিনশট শেয়ার করেছে। সেগুলোতে দেখা যায়, চীনারা শিনজো আবের ওপর হামলা উদযাপন করছে। টুইটারে তিনি লিখেন, ‘আজকে (শুক্রবার) নির্বাচনি প্রচারণার সময় জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবে গুলিবিদ্ধ হওয়ায় সেটি উদযাপন করছে চীনের নাগরিকরা। একই সঙ্গে তারা হামলাকারীকে হিরো আখ্যা এবং আবের মৃত্যু কামনা করছে।’

পাশাপাশি চীনাদের অভিব্যক্তিও শেয়ার করেছেন বেডিয়াচাও। যেখানে জাপানের প্রতি বেইজিংয়ের হুমকির কথা স্পষ্ট।

ইত্তেফাক/টিএ