রোববার, ২৬ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

গফরগাঁওয়ে পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৮:২০

ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুরে সাতার কাটতে গিয়ে সিয়াম (২৫) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। 

রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার পাগলা থানার গয়েশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে এই গ্রামের মৃত হাবিবুর রহমান ঢালীর ছেলে এবং ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রকৌশল বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানায়, রবিবার বেলা ১২টার দিকে বাড়ির পাশে তার ছোট চাচা হেলাল ঢালীর মৎস্য খামারের পুকুরে কাটতে নামে। দীর্ঘক্ষণ পুকুর থেকে উঠে না এলে সিয়ামের পরিবারের লোকজন ও স্থানীয়রা খোজঁখোঁজির পর পুকুর থেকে সিয়ামের লাশ উদ্ধার করে। এ ঘটনায় পরিবার ও তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সম্ভবত পানির নীচে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে মারা যেতে পারে।

ইত্তেফাক/এমএএম