ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ পদ্ধতির অন্তর্ভুক্ত ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
শনিবার (৩০ জুলাই) বেলা ১২টায় বিজ্ঞান অনুষদ ভুক্ত এ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় এ বছরের ভর্তিযুদ্ধ। ঘন্টাব্যাপী পরীক্ষা চলবে দুপুর ১ টা পর্যন্ত।
এদিকে, বেলা ১২ টা ২০ এর দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। এসময় উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. আলমগীর হোসেন, প্রক্টর প্রফেসর ড জাহাঙ্গীর হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম আলী হাসান প্রমুখ তার সঙ্গে ছিলেন।
ভর্তি কমিটি সূত্রে জানা যায়, এবছর ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারটি কেন্দ্রে ৪ হাজার ৩৪৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষা দেবেন। এ ইউনিট ভুক্ত বিশ্ববিদ্যালয়ের ১২ টি বিভাগে ৫৭৫ টি আসন রয়েছে।
সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে র্যাব, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে। পাশাপাশি প্রধান ফটকে যানজট নিরসনে রয়েছে ট্রাফিক পুলিশ।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি, রোভার স্কাউট ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সদস্যরা ভর্তিচ্ছুদের সহযোগিতার পাশাপাশি শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে। ভর্তিচ্ছুদের অভিভাবকদের বিশ্রামের জন্য ইবি থানা গেট এলাকায় রয়েছে অভিভাবক কর্নার।
সার্বিক বিষয়ে ভর্তি পরীক্ষা শুরুর পূর্বে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তৎপর রয়েছে। আশা করি সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে।