১৩০ গ্রাম হেরোইন ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত মো. নায়েব আলী (৩৪) সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের চারাভাঙ্গা গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে এবং মো. মুনছের আলী (৪০) আলীনগর গ্রামের মৃত রওশন আলীর ছেলে।
সোমবার রাতে ডিবির এসআই মো. আসাদ মিয়ার নেতৃত্বে একটি আভিযানিক দল উপজেলার বায়রা ইউনিয়নের আলিনগর গ্রামের নায়েব আলীর বাড়ির আঙিনা থেকে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ তাদের দুই জনকে গ্রেফতার করেন। উদ্ধারকৃত হেরোইন ও ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ১৪ লাখ টাকা।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, আসামিদের বিরুদ্ধে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। এছাড়াও তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন।