রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পাঁচবিবিতে সাপের কামড়ে যুবকের মৃত্যু

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১৩:৩৮

জয়পুরহাটের পাঁচবিবিতে সাপের কামড়ে নুর মোহাম্মদ বাবু (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পূর্ব উচনা গ্রামে এ ঘটনা ঘটে। বাবু এলাকার উকিল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য লাইজুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় জমি থেকে বাড়ি ফেরার সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। রাতেই তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বুধবার ভোরে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

ইত্তেফাক/এমআর