মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

নাটোরে বজ্রপাতে নানা-নাতির মৃত্যু

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১২:৪৫

নাটোরের সিংড়ায় মাছ ধরতে গিয়ে বুধবার রাতে বজ্রপাতে নানা-নাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ৪ আগস্ট) সকাল ১০টায় তাদের জানাজার নামাজ চৌগ্রাম কবরস্থান মাঠে অনুষ্ঠিত হয়।

মৃতরা হলেন- জমির শেখ (৭০) ও তার নাতি পাপ্পু হোসেন (১২)। তারা বড় চৌগ্রাম এলাকার বাসিন্দা। পাপ্পু হোসেন চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।

চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম ভোলা জানান, বুধবার বিকেলে নানা-নাতি গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে মাছ ধরার উদ্দেশ্যে সিংড়া উপজেলার চৌগ্রাম হিয়ালার বিলে যান। মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান। অনেক খোঁজাখুঁজির পরে রাত ১০টার দিকে তাদের মরদেহের সন্ধান পায় পরিবার।

সিংড়া থানার ওসি নূরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমআর