বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

পানিসংকটে মাঠেই নষ্ট হচ্ছে আমন চারা

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১৮:০৬

ভরা বর্ষায়ও পর্যাপ্ত বৃষ্টির দেখা মিলছে না, আর তাই পানি নেই অধিকাংশ খালবিলে। যার ফলে আমন চাষাবাদ ব্যাহত হচ্ছে। পানিসংকটে শুকিয়ে গেছে ফসলি জমি, মাঠেই নষ্ট হচ্ছে অনেক বীজতলা। দুশ্চিন্তায় রয়েছে কৃষকরা। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কয়েকটি আমন আবাদ করা জমি ঘুরে এমন চিত্র দেখা গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ছয়টি ইউনিয়নে ২৮ হাজার ২৭৮ হেক্টর জমিতে আমন আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ৮ হেক্টর হাইব্রিড, ৮২৫ হেক্টর উফশি, স্থানীয় জাতের ৪২০ হেক্টর জমিতে আমনের বীজতলা প্রস্তুত করা হয়েছে।

ছোটবাইশদিয়া ইউনিয়নের আমনচাষি রানা হাং বলেন, ৩ একর জমিতে আমন ধান উৎপাদনে লক্ষ্যমাত্রা ঠিক করছেন। বৃষ্টি না হওয়ায় এখনো চারা রোপণ এবং জমি প্রস্ত্তত করতে পারেননি। বৃষ্টি না হলে সেচের পানি দিয়ে জমি প্রস্ত্তত করতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহম্মেদ বলেন, ‘আমনের ভরা মৌসুম চলছে কিন্তু বৃষ্টি না থাকায় কৃষকরা দুশ্চিন্তায় রয়েছেন। বৃষ্টি না থাকার কারণে অধিকাংশ কৃষকের বীজ নষ্ট হয়ে যাচ্ছে। অন্তত সেচের মাধ্যমে হলেও বীজগুলো ক্ষতির হাত থেকে রক্ষা করতে বলা হচ্ছে। 

ইত্তেফাক/এআই